কাশিয়ানী প্রতিনিধিঃ
আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে গোপালগঞ্জের কাশিয়ানীতে শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।আজ শনিবার (১ মার্চ)সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সাবেক আমির মাওলানা আব্দুল হামিদের নেতৃত্বে উপজেলা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় “আহলান সাহলান–মাহে রমাদান”, “রমজানের পবিত্রতা-রক্ষা করো, করতে হবে”, “মাহে রমজানে খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট প্রকাশ্যে বেচা বিক্রি চলবে না, চলবে না”। “খোলা বাজারে চায়ের দোকান-চলবে না, চলবে না”। “আহলান সাহলান-মাহে রমজান”। “মাহে রমজানের আগমন-শুভেচ্ছা স্বাগতম” সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।
পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার আমির এ বিএম মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, পিঙ্গলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মুজিবুর রহমান, মাজড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম খান, মাওলানা লোকমান হাকিম, ডা. মেহেদি হাসান মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক শিহাবউদ্দীন বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply