
কালের খবরঃ
আগামী কাল সোমবার সকাল ১০টায় গোপালগঞ্জে বিএনপি‘র সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
ব্রিফিং এ সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামীকাল বিএনপি‘র জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা প্রতিটি উপজেলা, ইউনিয়ন, গ্রাম ও প্রতিটি আনাচে কানাচে সমাবেশকে সফল করার জন্য ব্যাপক সারা পেয়েছি। আজকে সামনের সারিতে আপনারা যাদের বসা দেখছেন তাদের গত ২০ বছর এভাবে দেখেননি। হয়তো এক জায়গায় আমাদের বসার সুযোগ হয়নি। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিগত ফ্যাসিষ্ট সরকার আমাদের এভাবে তো নয়, আমাদের বাসাবাড়ীতেও বসার সুযোগ দেয়নি। এমন পরিস্থিতি শুধু গোপালগঞ্জে না সারা বাংলাদেশের চিত্র এমনই ছিলো। আমরা এভাবে বসে আমাদের জাতীয়তাবাদী দলের কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা, এদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা, আগামীর বাংলাদেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কথা বলতে পারিনি। গোপালগঞ্জে আমরা আরো বেশি নির্যাতিত ও নিপীড়িত ছিলাম। অনেক পরে হলেও আমরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছি।

তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, অনেক প্রতিকুলতা থাকা সত্ত্বেও আপনারা আমাদের সহযোগিতা করেছেন। আমাদের সংবাদ প্রচার করেছেন। আগামীতেও আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিমুজ্জামান সেলিম বলেন, সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন ধরনের আশংকা দেখছি না। আর বর্তমানে গোপালগঞ্জে বিএনপি যে কোন সময়ের চেয়ে শক্তিশালী। তাই আমরা আশা করছি কোন ধরনের প্রতিকুলতা বোধ করছি না। আগামীকালের গোপালগঞ্জের বিএনপি‘র সমাবেশ আগের সব রেকর্ড ভেঙ্গে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জেলা বিএনপি‘র আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, জেলঅ বিএনপির সাবেক সভাপতি এমএইচখান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পিনু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক এম. তৌহিদুর রহমান, জেলা বিএনপি‘র সদস্য কেএম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, এসএম জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপি‘র সভাপতি শহিদুল ইসলাম লেলিন, পৌর বিএনপি‘র সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপ্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
                                Design & Developed By: JM IT SOLUTION