
কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাটি কাটা ভেকু (স্কেবেটর) উল্টে চালক সাগর শেখ (৪০) নিহত হয়েছেন। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি)সকালে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের রাখিলাবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন বলেন,আজ সকালে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের রাখিলাবাড়ী এলাকায় মাটি ভেকু (স্কেবেটর) নিয়ে মাটি কাটতে যায় সাগর শেখ। এসময় ভেকুটি উল্টে গেলে নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন চালক সাগর শেখ। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ভেকু চালক সাগর শেখের বাড়ী পাবনা জেলায়।
Design & Developed By: JM IT SOLUTION