টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলু ও পৌর আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিঠু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলু ও পৌর আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিঠু মোল্লা।
ওসি মো. খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় দুই আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক দুলু ও মিঠু মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অন্য জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আওয়ামী লীগ সন্দেহে সাফায়েত গাজী নামের এক ব্যক্তিকে আটক করে। তখন পুলিশের গাড়ি আটকে ভাংচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি দুপুরে ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply