
মাদারীপুর প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে, দুর্নীতি একুশের চেতনার পরিপন্থী এই শ্লোগান নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মাদারীপুর ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।২১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৭টায় মাদারীপুর সরকারি কলেজে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনার এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পন করে। পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা। দিবসটি যথাযথ মর্যাদায় উদ্যাপনে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আয়োজিত প্রভাত ফেরিতে ও শ্রদ্ধা নিবেদনে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সনাক, ইয়েস গ্রুপ, একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও টিআইবি কর্মীগণসহ প্রায় ৩০ জন (নারীঃ প্রায় ১৩ জন) উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য মাদারীপুরের জেলা প্রশাসনসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, নাগরিক সমাজ তথা সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। শ্রদ্ধা নিবেদনক্ষণে বাংলা ভাষা ও বাঙ্গালী জাতিসত্তার ইতিহাস ও সংস্কৃতি লালনে মহান ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION