
কালের খবরঃ
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।
দিবসের প্রথম শুক্রবার প্রহর রাত ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ। পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ প্রশাসন।
এরপর জেলা পরিষদ, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠন, গোপালগঞ্জ পৌরসভা, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। রাত উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্বরে ভীড় জমায় শিশু, কিশোর নারী, পুরুষসহ স্বর্বস্তরের সাধারন মানুষ।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি বিনম্র্র শ্রদ্ধাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION