কালের খবরঃ
গোপালগঞ্জে আওয়ামী লীগ ঘোষিত হরতাল পালনের নামে ঢাকা-খুলনা মহসড়কের গাছ ফেলে ও আগুন লাগিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ৫১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫০জনকে আসামি করে মামলা দায়ের করছে পুলিশ।
গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাতে গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আবু হাসান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি (মামলা নং -২৮) দায়ের করেন।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ ফেব্রুয়ারী আওয়ামী লীগ ঘোষিত হরতাল পালনের নামে ঢাকা-খুলনা মহসড়কের হরিদাসপুর এলাকায় গাছ ফেলে ও আগুন লাগিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে খবর পেয়ে গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আবু হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এসময় মহাসড়ক থেকে আগুনে পোড়া কাঠের গুড়ি ও টায়ারের অংশ, গাছ ও কাঁচের টুকরা জব্দ করা হয়।
এঘটনায় গত বুধবার রাতে গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আবু হাসান বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫০জনকে আসামি করে মোট ১০১ জানের নামে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply