
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া নামে এক ব্যাক্তি নিহত ও কমপক্ষে ১১ জন আহত হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বানকাটা গ্রামের মোঃ মুক্তো মিয়ার ছেলে। দূর্ঘটনার পর প্রায় ২ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দি খান জানান, খালনা থেকে ছেড়ে যাওয়া ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল।

এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী খলিনাগামী একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে পিকআপ চালক জাহাঙ্গীর মিয়া নিহত ও বাসের অন্তত ১১যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক অাহত ৫জনকে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দূর্ঘটনার পর থেকে প্রায় ২ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
Design & Developed By: JM IT SOLUTION