
কালের খবরঃ
আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় স্থানীয় সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে শেষ করে।

মিছিলে হরতাল বিরোধী বিভিন্ন শ্লোগান অংশগ্রহণকারীরা।অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ডাঃ কে এম বাবর, এস এম জিয়াউল কবীর বিপ্লব, যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবকদল সভাপতি সাজ্জাত হোসেন হীরাসহ নেতৃবৃন্দ বক্তব্য রখেন।কর্মসূচীতে বিএনপি ও সংযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION