
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত মশাল মিছিলের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতীর টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক শেখ সালাউদ্দিন ইসলাম, সদস্য সচিব মাহবুব হোসেন নাসির, উপজেলা যুবদলের আহবায়ক মোক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ঈসমাইল হোসেন বক্তব্য রাখেন। এসময় বক্তারা আগামীকাল আওয়ামী লীগের ডাকা হরতালকে প্রতিহত করার ঘোষণা করা হয়।
                                Design & Developed By: JM IT SOLUTION