কালের খবরঃ
আজ বিশ্ব বেতার দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বেতার ও জলবায়ু পরিবর্তন”। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষ্যে একটি র্যালী বেতার ভবন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে, বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জলিলুল হক বলেন, দেশের অন্যতম প্রধান গণমাধ্যম হিসেবে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের পাশাপাশি নিজস্ব ঐতিহ্যের ধারাবাহিকতায় সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুস্থ বিনোদন প্রদানে বাংলাদেশ বেতারের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের সকলকে নিজ নিজ অবস্থানে থেকেই দেশ ও জাতির কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।এ সময় অন্যান্যের মধ্যে আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার, উপ-বার্তা নিয়ন্ত্রক আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কলাকুশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply