কালের খবরঃ
“এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে গোপালগঞ্জে দিনব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন করেছে সমাজসেবা অধিদপ্তদর ।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারী) জেলা সমাজসেবা কমপ্লেক্সের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পপরিচালক মোঃ হারুন অর রশীদ ।বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, ডাঃ মোঃ আনিসুজ্জামান, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক বেলাল হোসেন (আরিয়ান), ছাত্র প্রতিনিধি সবুজ হোসেন। শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুথানে সকল শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
এতে নিরাপদ মাতৃত্ব, জুলাই বিপ্লব,পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ এবং পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের সমান অংশীদারীত্ব ও দায়িত্ববন্টকে উৎসাহিতকরণ, “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” উদোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আলোচনা করা হয়।
পরে তারুণ্যের উৎসব উপলক্ষে শহরের চেচানিয়াকান্দি প্রকল্প মহল্লায় সমাজসেবা অধিদপ্তরের সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগীদের নিয়ে উঠান বৈঠক করা হয়।
বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের জাতির কর্ণধার। এদেশের তরুণরা দেশপ্রেমে উদ্বুদ্ধ, প্রতিভাবান ও পরিশ্রমী। তরুণ প্রজন্ম যে কোনো জাতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজের সবচেয়ে উদ্যমী, সৃজনশীল এবং প্রযুক্তিবান্ধব অংশ, যারা পরিবর্তন আনতে পারে। তারুণ্যে শক্তির সততার সাথে কাজ করে ইতিবাচক ভাবনা সফল বাস্তবায়নের মাধ্যমে শোষনহীন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবে । যদি তরুন সমাজ মাদক, ইভটিজিং, অন্যায়ের পথে জড়িয়ে পড়ে তাহলে সমাজ ধংস হয়ে যায়। তাই তারুন্য শক্তিকে কাজে লাগিয়ে ব্যক্তির উন্নতি করতে হবে, ব্যক্তির উন্নতি হলে সমাজের উন্নতি হবে, সমাজের উন্নতি হলে সমগ্র দেশের উন্নতি হবে। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply