কালের কবরঃ
আগামী ১০ ফেব্রুয়ারী থেকে গোপালগঞ্জের মাদুরীপুর বিলরুট চ্যানেলের (এমবিআর ) নদীর দুই পাশ থেকে ৩৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী রক্ষনাবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। মধুমতি নদীর গোপালগঞ্জের বিলরুট চ্যানেল অংশ গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহর চাপাইল ব্রীজ থেকে মুকসুদপুর উপজেলার টেকেরহাট পর্যন্ত ৩৬১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে।আজ শনিবার (০৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী গোপালগঞ্জে নদী রক্ষার লক্ষ্যে সরেজমিন পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার অন্ততঃ একটি নদী বা খালকে দুষনমুক্ত ও দখলমুক্ত রাখতে হবে। সে অনুযায়ী আজকে এ চ্যানেলটি পরিদর্শন করা হলো।
এসময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবীর, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফীন, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান ,সহকারী কমিশনার রাসেল মুন্সী,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না সহ নদী রক্ষা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply