
কালের খবরঃ
গোপালগঞ্জে ঘন কুশায় কারনে ৪টি যানবাহনের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ষোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আস টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের ওই দুটি যানবাহনের সাথে সংঘর্ষ ঘটে। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই তিন যানবাহনের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত একজন নিহত হন ও আহত হয় ২০ জন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ৪টি যানবাহনের সংঘর্ষের পর ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় তিনঘন্টা বন্ধ ছিল। এতে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি।এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানা পরিদর্শক (ওসি) মীর সাজেদুর রহমান বলেন দুর্ঘটনার কারনে প্রায় ৩ঘন্টা সড়কে যানজট লেগে যায় । তাতে যানচলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার কাজ শেষে সড়কে যানবাহন চলাচল সাভাবিক হয়।
Design & Developed By: JM IT SOLUTION