কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরন করার সময় সাফায়েত গাজী নামে এক কর্মিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ৫ পুলিশ সদস্য আহত এবং উত্তেজিত আওয়ামীলীগ সমর্থিতরা পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ী ভাংচুর করে। এছাড়া এক পুলিশ সদস্যকে স্থানীয় কর্মিরা ঘেরাও করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই পুলিশ সদস্যকে তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান।
স্থানীয়রা জানায়, আজ রবিবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল এন্ড কলেজের সামনে আওয়ামী লীগের কিছু কর্মী লিফলেট বিতরন করছিল। এসময় পাশের দোকানী সাফায়েত গাজীকে পুলিশ আটক করে। এঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ কর্মিরা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেয়ার জন্য পুলিশের উপর হামলা করে।এতে ৫ পুলিশ সদস্য আহত হয়।এসময় পুলিশের গাড়িও ভাংচুর করা হয়।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইট পাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিততি নিয়ন্ত্রনে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত কোন মামলা বা গ্রেপ্তার করা হয়নি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply