
কালের খবরঃ
আজ রবিবার গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এসব সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সভাপতিত্ব করেন।এসব সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন স্টেক হোল্ডারগন ও সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।এদিন দুপুরে জেলা পর্যায়ে পাট পন্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মূখ্য পাট পরিদর্শক আশরাফী জাহারীয়া।এছাড়া পাট ব্যবসায়ী, চাল ব্যবসায়ী সহ বিভিন্ন ধরনরে ব্যবসায়ীরা আলোচনায় অংশ নেন।এছাড়া আগামী ২১শে ফেব্রুয়ারী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালনের নানা কর্মসূচী নিয়ে আলোচনা করা হয়।অন্যদিকে, সকালে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরের অনুদান বিতরনের লক্ষে জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION