টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দের আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।আজ মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিচালক সোহরাব হোসেন সোহেল সাংবাদিকদের বলেন, অভিযোগ সংশ্লিষ্ট কাজের সাইট পরিদর্শন করা হয়েছে,পরিদর্শনকালে রাস্তা নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির সত্যতা মিলেছে স্বীকার করে বলেন, ডুমুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাবেয়া আক্তার অভিযোগ করেন, রাস্তা নির্মাণে যথাযথ কাজ না করে আমার স্বাক্ষর জালিয়াতী করে প্রকল্পের সমুদয় বিল উত্তোলন করে নিয়েছেন। এছাড়ও অভিযোগের মধ্যে রয়েছে, প্রকল্পের আওতায় প্যালাস্যালিং বল্লি, ব্যারেল টিনশেড, এবং রাস্তার উচ্চতা ও ব্যাসার্ধ পরিবর্তন করে ব্যাপক অনিয়ম করে প্রকল্পের সিপিসি ও উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বরাদ্দকৃত ২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয় না করে আত্মসাৎ করেছেন।
অভিযোগে আরো রয়েছে, ৪৭ লক্ষ ২২হাজার টাকার পাকুড়তিয়া পান্না শেখ এর বাড়ী হইতে ছোট ডুমরিয়া দেবেন মন্ডলের বাড়ীর নিকট এইচবিবি রোডে মাটির রাস্তা নির্মান ও প্যালাসাইডিং করণ।পাকুড়তিয়া উত্তরপাড়া ৭৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়ন বাবদ ৬লক্ষ টাকা এবং পাকুড়তিয়া পারঝনঝনিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ উন্নয়ন বাবদ ২লক্ষ ২০হাজার টাকার কাজ করেছে। এসব কাজও সঠিকভাবে করা
হয়নি। তিনি বলেন, ফাইলপত্র যাচাই বাছাই করে অর্থ আত্মসাতসহ অনিয়মের প্রমাণ মেলে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে এবং পর্বর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply