কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তথ্য অধিকার আইন ২০০৯ এর গুরুত্ব ও বাপার্ডের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাপার্ডের মহাপরিচালক (যুগ্মসচিব) আ.স.ম হাসান আল আমিন ভার্চুয়্যালি প্রধান অতিথি হিসেবে সেমিনারটির উদ্বোধন করেন।
বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বাপার্ডের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গণি মিনা, সহকারি পরিচালক নাইমুর রহমান, ডাঃ রাফিউল ইসলাম, শামীম আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, প্রধান শিক্ষক বি এম বাবুল হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বক্তব্য রাখেন।
কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী বলেন, তথ্য অধিকার আইন শুধু একটি আইন নয়। আমরা যদি এই অধিকার যথাযথভাবে ব্যবহার করি, তবে সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। প্রতিটি নাগরিকের একটি মৌলিক অধিকার হলো তথ্য পাওয়ার অধিকার।
তিনি আরো বলেন, কোন সরকারি বা নির্ধারিত বেসরকারি প্রতিষ্ঠান যদি জনগণকে প্রয়োজনীয় তথ্য না দেয়, তাহলে তারা আইনগত ব্যবস্থা নিতে পারবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply