সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে সড়ক দুর্ঘটায় নিহত পাঁচ কিষাণীর বাড়ি কোটালীপাড়ায় চলছে শোকের মাতম টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে উৎসাহ-উদ্দিপনা ও শান্তিপূর্ন নির্বাচনের লক্ষ্যে আমরা কাজ করছি-ঢাকা রেঞ্জ ডিআইজি ইঁদুর মারা ফাঁদে কাশিয়ানীতে দাদি–নাতিসহ বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু গোপালগঞ্জে ১,১৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গোপালগঞ্জে আলোচনা সভা গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর সমথর্কদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ সমর্থক আহত এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে গোপালগঞ্জের যারা আছে তাদের চাকরি যাবে না-বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর সোনালীস্বপ্ন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সংবাদ সম্মেলন করে টুঙ্গিপাড়ায় কৃষক লীগ নেতার পদত্যাগ

আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মাদারীপুরে সনাক-টিআইবি’র মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ৫.০৯ পিএম
  • ২২২ Time View

মাদারীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৫’ উদ্যাপন উপলক্ষে আজ রবিবার (২৬ জানুয়ারী) বেলা ১১টায় মাদারীপুর প্রেসক্লাব এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিবসটির মূল শ্লোগান ছিল ‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন, ক্লিন এনার্জি: টেকসই ভাবিষ্যত’। উক্ত মানববন্ধনে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সনাকের সদস্যবৃন্দ, ইয়েস গ্রুপের সদস্য, অ্যাকটিভ সিটিজেন প্রুপ (এসিজি); বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, স্কাউট, সমমনা বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন পেশা ও সমাজের নাগরিক প্রতিনিধিগণসহ শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীগন মনে করেন, দিবসটি উদযাপনের মধ্যদিয়ে টিআইবি’র উদ্যোগ, বাংলাদেশে দুর্নীতি, অদক্ষতা এবং বৈষম্যমুক্ত ও সুশাসিত জ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা বেগবান হবে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে ক্লিন এনার্জি (পরিচ্ছন্ন জ্বালানী) অপরিহার্য, সময়োপযোগী এবং নির্ভযোগ্য জ্বালানী হিসেবে বৈশ্বিকভাবে বিবেচিত। সৌরবিদ্যুৎ ও ভূতাপীয় শক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে প্রাপ্ত জ্বালানি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমায় এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিন এনার্জি তথা নবায়নযোগ্য জ্বালানির প্রতি সচেতনতা বাড়াতে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (আইআরইএনএ) এর প্রতিষ্ঠার তারিখের সাথে সঙ্গতি রেখে ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ২৬ জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অব ক্লিন এনার্জি হিসেবে ঘোষিত হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব এবং শক্তিশালী সমাজ গঠনের চাবিকাঠি হিসেবে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে নীতি-স্পষ্টতা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারন ও তা বাস্তবায়নের সম্ভাবনা এবং বিবিধ চ্যালেঞ্জসহ বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে সচেতনতা ও চাহিদা বৃদ্ধি করতে নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে।

টিআইবি নাবয়নযোগ্য জ্বালানি খাতের দ্রুত ও অধিকতর কার্যকর বিকাশের উপযোগী সুশাসন নিশ্চিতে অনুক‚ল পরিবেশ তৈরির লক্ষে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নয়ন সহযোগী, সংশ্লিষ্ট সংস্থা এবং অংশীজনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারব্ধ। বিশেষকরে, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধি ও প্রাসঙ্গিক নীতি প্রনয়নের চাহিদা জোরদার করতে সাধারণ জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনের সক্ষমতা বিকাশের জন্যও কাজ করছে টিআইবি।

দিবসটি উপলক্ষ্যে সনাক সভাপতি খান মো. শহীদ বলেন, বাংলাদেশে এ ধরনের কার্যক্রম নতুন এবং গুরুত্বপূর্ণ, কার্যকরী ও নবোদ্যম সৃষ্টির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও এই খাতে সুশাসন নিশ্চিতকরন এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য ’আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস’ বাংলাদেশ তথা আমাদের ধরিত্রীকে মানব বসবাসযোগ্য করার টেকসই ব্যবস্থার লক্ষ্যে নতুন আশার সঞ্চার করেছে। সম্মিলিত অংশগ্রহণকারীগন এই মহতী উদ্যোগের জন্য টিআইবিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ ধরণের যুগোপযোগী কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

মানববন্ধন শেষে সনাক ও ইয়েস সদস্যবৃন্দ ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৫’ উপলক্ষ্যে টিআইবি প্রণীত ও সুপারিশমালা সম্বলিত ধারণাপত্র বিলি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION