
কালের খবরঃ
গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ১২ দলীয় অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বালিকা দলে গোপালগঞ্জ সদর উপজেলা একাদশ আর বালক দলে কোটালীপাড়া উপজেলা। জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে।আজ শুক্রবার(২৪ জানুয়ারী) দুপুরে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বালিকা দলে গোপালগঞ্জ সদর উপজেলার মুখোমুখি হয় মুকসুদপুর উপজেলা একাদশ। খেলায় গোপালগঞ্জ সদর উপজেলা মুকসুদপুর উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বিকেলে গোপালগঞ্জ পৌর সভার বালক দলের মুখোমুখি হয় কোটালীপাড়া উপজেলা একাদশ । খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খোলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে কোটালীপাড়া উপজেলা ৫-৪ গোলে গোপালগঞ্জ পৌর সভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পরে বিজয়ী ও রানারআপ দলের খোলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এসময় জেলা প্রসাশক কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত পাল, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ গোলাম কবীর, সদর উপজেলঅ নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত উপস্থিত ছিলেন।
গত শুক্রবার শুরু হওয়া নক আউট পদ্ধতির খেলায় জেলার ৫ উপজেলা ও ২টি পৌরসভার ৬টি বালিকা ও ৬টি বালক দল অংশগ্রহণ করে ।
Design & Developed By: JM IT SOLUTION