
কালের খবরঃ
আলোচনা সভা, দোয়া মাহফিল ও কম্বল বিতরণের মধ্যে দিয়ে গোপালগঞ্জে সাবেক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নবম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।জেলা বিএনপির একাংশের নেতা কর্মীরা এ কর্মসূচী পালন করে।
আজ শুত্রবার (২৪ জানুয়ারী) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার এম এইচ খান মঞ্জু ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু।এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর ওয়াহিদুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক এসএম সুমন বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু বলেন, আওয়ামী লীগ আরাফাত রহমান কোকোর সঠিক চিকিৎসা করতে দেয়নি। এতে বিনা চিকিৎসায় তিনি মারা যান। আমারা এর সঠিক তদন্ত করে বিচারের দাবী জানাই।তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিচ্ছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং নির্বাচনের মাধ্যে দেশ পরিচালনা সুযোগ পাবেন।
                                Design & Developed By: JM IT SOLUTION