কালের খবরঃ
গোপালগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। নিহত ইউসুফ খান (২৫) সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া পূর্বপাড়া গ্রামের ফারুক খানের ছেলে। আহতরা মোটরসাইকেল ও ইজিবাইক যাত্রী। তাদেরকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাশপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির টিএসআই মনিরুল ইসলাম জানান, ইউসুফ খান তার অপর এক সঙ্গিকে সাথে নিয়ে জেলা সদর থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে উল্টা দিক থেকে একটি ব্যাটারী চালিত ইজিবাইক জেলা সদরের দিকে আসছিল। ঘটনাস্থলে ইজিবাইক ও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেলের দুই আরোহী ও ইজিবাইকের ৩জন মোট ৫জন আহত হয়।
আহতদেরকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে মোটরসাইকেল চালক ইউসুফকে কর্তব্যরতঃ চিকিৎসক আফতাফ জিলানী মৃতঃ ঘোষনা করেন। অপর আহতদের ভর্ করে চিকিৎসা দেয়া হচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply