কালের খবরঃ
গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে গোপালগঞ্জ সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।আজ সোমবার (২০ জানুয়ারী) বিকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোপালগঞ্জ পৌরসভা দলের মুখোমুখ হয় গোপালগঞ্জ সদর উপজেলা দল। খেলায় গোপালগঞ্জ পৌরসভা দলকে ২-১ গোলে হারিয়ে গোপালগঞ্জ সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, জেলা প্রসাশকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত পালসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা ও ৩টি পৌরসভা অংশ নেয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply