কালের খবরঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে গোপালগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করে।
আজ শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১১টায় জেলা শহরের গেটপাড়ার জেলা বিএনপির কায্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনোসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দোয়া করা হয়।এসময় জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কেএম হামিদুর রহমান দুলাল, বিএনপি নেতা রুনু দাড়িয়া, সাবেক যুবদল নেতা মোঃ লিটন, আশরাফ আলী মুন্সী, মোঃ তারিকুল ইসলাম সরদারসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি লাভ করে সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে আসবেন। তার সাথে তার সুযোগ্য বড় ছেলে তারেক রহমান দেশে আসবেন। এই দোয়া করি। সেই সাথে তাদের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি আবারো ক্ষমতায় যাবে এবং দেশ ও মানুষের জন্য কাজ করবেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply