
কালের খবরঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, গোপালগঞ্জ জেলা সংসদের চতুর্দশ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামের সামনে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. হরেন্দ্রনাথ মন্ডল।এসময় সংগঠনের পতাকাও উত্তোলন করা হয়।
জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেব, সাধারন সম্পাদক অমিত রঞ্জন দে, সদস্য মৌমিতা জান্নাত, জেলা উদীচীর সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজুসহ সংগঠনের বিভিণ্ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।

পরে সম্মেলন স্থল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ করে।
এসময় গোপালগঞ্জ জেলা উদীচীর সহসভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, উদীচীর কোটালীপড়া, কাশিয়ানী ও রঘুনাথপুর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নাজমুল ইসলামকে সভাপতি ও আনিচুর রহমান রাজুকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION