কালের খবরঃ
বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে তারুন্যের উৎসব পালন করেছে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ। দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার ( ৯ জানুয়ারী) সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্বরের বেশ কয়েকটা সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়াম ভবনের সামনে শেষ করে।
সেখানে দাড়িয়ে পরিষ্কার পরিচ্ছনতা,মশক নিধন কর্মসূচী, শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিত ও “তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” বিষয়ে কর্মশালার শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এসব কর্মসূচীতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শহরের স্কুল কলেজের শিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply