
কালের খবরঃ
গোপালগরঞ্জর উলপুরে মধুমতি নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের বাধা হয়ে দাড়ানো ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়।অভিযান চলে বিকেল ৫টা পর্যন্ত।
এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। এ সময় পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত কুমার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস জানিয়েছেন, গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে মধুমতি নদীর বিলরুট চ্যানেলের মধ্যে অবৈধ্ স্থাপনা গড়ে উঠেছে।ওই স্থানের ২৫০ মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দেয়।এতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক, মঞ্জুরুল হক খান কলেজ, মসজিদ, উলপুর বাজার, বাজারের বেশ কিছু বাণিজ্যিক ভবন হুমকির মুখে পড়ে। সরকার এসব স্থাপনা সড়ক ও বাজার রক্ষায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প গ্রহণ করে। ৩ মাস আগে ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে কাজ শুরু করে। এর মধ্যে ডাম্পিংয়ের কাজ শেষ হয়েছে। কিন্তু অবৈধ স্থাপনার কারণে সিসি ব্লক স্থাপনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সেখানে গড়ে উঠা ৫০টি অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়া হলেও কেউ অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় গতকাল বুধবার দিনব্যাপী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভবিষতেও প্রশাসনের এসব কার্যক্রম অব্যবহত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION