
কোটালীপাড়া প্রতিনিধিঃ
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় র্যালী অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজসেবা অফিসের সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র সমাজগঠন নিয়ে মুক্ত আড্ডায় সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ সমাজসেবার বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।তিনি, দুঃস্থ ও অসহায় মানুষদের নিয়ে জনকল্যাণকর রাষ্ট্র গঠনে সকলকে পাশে থাকার আহবান জানান।
Design & Developed By: JM IT SOLUTION