
কাশিয়ানী প্রতিনিধিঃ
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবী জানানো হয়। ওলামা কোরাম ও তৌহিদী জনতা এবং ওলামা ঐক্য পরিষদ এ কর্মসূচী পালন করে।আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করে ওলামারা। পরে বিক্ষোভ মিছিলগুলো উপজেলা পরিষদের সামনে গিয়ে জড়ো হয়।

সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গোপালগঞ্জ হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতী ইসমাইল, কোটালীপাড়া উলামা কল্যাণ সমিতির সভাপতি মুফতী মাসউদুর রহমান, গোপালগঞ্জ উলামা পরিষদের সাধারন সম্পাদক মুফতী শুয়াইব ইব্রাহীম বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থীরা সন্ত্রাসী হামলা চালিয়ে নৃশংস হত্যাকান্ড ঘটায়। দ্রুত এ হত্যাকান্ডের বিচার করার পাশাপাশি সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবী জানানো হয়।
Design & Developed By: JM IT SOLUTION