
কাশিয়ানী প্রতিনিধিঃ
কমিটি গঠনের ১১ দিন পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল করা হয়েছে।আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা বিএপির সভাপতি মো. গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক শেখ মো. সেলিম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
পত্রে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিদ্ধান্ত ক্রমে ৮নং ওড়াকান্দি ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ১৯ ডিসেম্বর তারিখ গঠিত ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাতিল করা হলো।
এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা বিএপির সাধারন সম্পাদক শেখ মো. সেলিম সাংবাদিকদের বলেন, গত ১৯ ডিসেম্বর ৯ সদস্য বিশিষ্ট ওড়াকান্দি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু এ আহবায়ক কমিটির বিপক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় কমিটি বাতিল করা হয়েছে।জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, কমিটির বিরুদ্ধ দলিয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় উপজেলা বিএনপি ওই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বাতিল করেছে।
Design & Developed By: JM IT SOLUTION