
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রেল স্টেশনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সর্বদলীয় জনগনের অংশ গ্রহনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে মুকসুদপুর স্টেশনে রেলের যাত্রাবিরতির দাবী জানানো হয়। তা না হলে রেল লাইন অবরোধসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানবন্ধনকারীরা।
আজ রবিবার(২৯ ডিসেম্বর) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা সদরের মুকসুদপুর কলেজ মোড়ে, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী এই মানবন্ধন রচনা করা হয়। আন্দোলনকারীরা হাতে হাত ধরে মুকসুদপুর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় সড়কের দুই পাশে শত শত যানবাহন চলাচল বন্ধ থাকে।

মানবন্ধন চলাকালে সমাবেশের আহবায়ক ও মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ঢাকা- থেকে ছেড়ে আসা ঢাকা-খুলনা, ঢাকা- বেনাপোলগামী আন্তঃনগর রেল চলাচলের জন্য মুকসুদপুরে স্টেশন নির্মাণ করা হয়েছে। অথচ এই স্টেশনটি চালু করা হয়নি। রেলগুলো এখানে যাত্রাবিরতি করেনা। মুকসুদপুরবাসী এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু মুকসুদপুর উপজেলাবাসী নয় পার্শ্ববর্তী ফরিদপুর জেলার নগরকান্দা, সালতা ও আলফাডাঙ্গার মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ আমাদের বাড়ির সামনে দিয়ে রেল যাবে আর আমরা সুবিধা পাবনা এটা হতে পারেনা। এই সুবিধা পেতে আমরা আজ রাস্তায় নেমেছি। তাই আগামী ৪৮ ঘন্টার মধ্যে মুকসুদপুর স্টেশনে রেলের যাত্রাবিরতির দাবী করছি।এই সময়ের মধ্যে যদি দাবী মানা না হয় তাহলে আগামীতে রেল লাইন অবরোধ করে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

এই কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন, মুকসুদপুর বিএনপির সাধারন সম্পাদক তরিকুল ইসলাম রাজু, গোপালগঞ্জ জেলা শাখার খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা জাহিদ আল মাহমুদ, ইসলামী আন্দোলন মুকসুদপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা ফরহাদ হোসেন,মুকসুদপুর পৌর বায়তুল মাল সম্পাদক আব্দুর রহমান, মুকসুদপুর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোকারম বিল্লাহ, জামায়াতের ইসলামী মুকসুদপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল আজিজ, মুকসুদপুর পৌর জামায়তের সাধারণ সম্পাদক আবু তালিব প্রমূখ। মানবন্ধন শেষে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ঢাকায় উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জমা দেয়া হয়। মানবন্ধনে বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ ইসলামিক দল গুলোর নেতা-কর্মিরা অংশ নেন।
উল্লেখ্য, ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল আন্তঃনগর ট্রেন মুকসুদপুর রেল স্টেশনে যাত্রা বিরতি না করে কাশিয়ানী রেল জংশনে গিয়ে যাত্রা বিরতি করে।এতে শুধু মুকসুদপুরের যাত্রী সাধারনই নয় পার্শ্ববতী ফরিদপুরের সালতা, নগরকান্দা উপজেলার যাত্রী সাধারন এই রেল যাত্রার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION