
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে অহুলা বিশ্বাস(৩৭) নামে এক নারীর শরীরে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এসিড আক্রান্ত অহুলা ওই গ্রামের রবি বিশ্বাসের স্ত্রী।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে একই গ্রামের বাউল বিশ্বাসের ছেলে সুবাস বিশ্বাস তার উপর এই এসিড নিক্ষেপ করে বলে অভিযোগ করা হয়।এর আগে টাকা লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় উভয় পক্ষের ২/৩টি মামলা আদালতে চলমান রয়েছে।
অহুলার পরিবার সূত্রে জানাগেছে,গত শুক্রবার রাতে অহুলা বিশ্বাস ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। রাতের আধারে ঘরের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।এসময় তার শরীরের নিচের বেশ কিছু স্থান ঝলসে যায়। অহুলার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে। তাতক্ষনিকভাবে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে তার চিকিৎসা চলছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন জানিয়েছেন, এসিড বার্ণ নিয়ে এই নারী হাসপাপতালে আসেন। তার কোমড়ের বেশ কিছু স্থানে ঝলসানো। তবে জীবনঘাতীর কোন অবস্থায় নেই।আসাকরি দ্রুত সুস্থ হয়ে যাবেন।
এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের সাথে আক্রান্ত পরিবারের বিরোধ রয়েছে। বিরোধের জেরে আদালতে মামলাও রয়েছে। এ ঘটনার পর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে দিক নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী আমরা কাজ করছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
Design & Developed By: JM IT SOLUTION