
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘ কাউন্সিলের মহাসম্মেলন। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) দিন ব্যাপী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথমার্ধে দুপুর ১টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে মহাসম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা মহামতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি শ্রী সুব্রত ঠাকুর। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব সাগর সাধু।
বাংলাদেশ ছাত্র-যুব-মতুয়া মহাসংঘের সভাপতি মৃত্যুঞ্জয় গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব সাগর সাধু,
অধ্যক্ষ বিপুল বিহারী হালদার,অধ্যাপক শুশীল কুমার মন্ডল , প্রদীপ মল্লিক,শান্তি দেবী , প্রসেনজিৎ বিশ্বাস, অ্যাডভোকেট উৎপল বিশ্বাস,সোমনাথ দে, তিমির বরন সরকার, প্রশান্ত কুমার হালদার, কৃষ্ণেন্দু মুখার্জী, অ্যাডভোকেট সুমন মজুমদার প্রমূখ।

বক্তরা বলেন বাংলাদেশ আমাদের মায়ের সমান। দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে দেশ মাতৃকার জন্য কাজ করতে হবে। বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের নতুন কমিটি য্বু সমাজকে সাথে নিয়ে দেশকে সম্প্রতির দিকে এগিয়ে নিতে কাজ করার আসাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের নতুন কমিটি ঘেষণা করা হয়। মৃত্যুঞ্জয় গোস্বামীকে পুনরায় সভাপতি ও প্রসেনজিৎ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৫০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথি সুব্রত ঠাকুর।
এর আগে লাল নিশান উড়িয়ে ডাঙ্কা, কাশর ও শঙ্খ বাজিয়ে হরিবোল হরিবোল ধ্বনিতে মাতম দিয়ে ওড়াকান্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পৈত্রিক ভিটা ওড়াকান্দির ঠাকুর বাড়ীতে আসেতে থাকেন মতুয়া ভক্তরা।

মতুয়াদের এই সম্মেলনকে ঘিরে পূর্ণলাভের আশায় মতুয়া ভক্তদের পদচারনায় মুখোর হয়ে ওঠে তীর্থধাম ওড়াকান্দির ঠাকুর বাড়ির সম্মেলন স্থল। ভক্তরা দেশ ও জাতি এবং পরিবারের সদস্যদের মঙ্গল কামনায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরসহ বিভিন্ন মন্দিরে পুজা অর্চনা করেন।
এ সম্মেলনে যোগ দিতে গোপালগঞ্জ জেলা ছাড়াও ঢাকা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ফরিদপুর,মাদারীপুর, দিনাজপুর, নোয়াখালি, বরিশাল, সহ দেশের বিভিন্ন জেলার মতুয়া ভক্তরা হাজির হন ঠাকুর বাড়িতে। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
Design & Developed By: JM IT SOLUTION