
কালের খবরঃ
গোপালগঞ্জে ২৫ টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তাগন তাদের উপর যে বৈষম্য হচ্ছে তার প্রতিবাদে ও বৈষম্য দূর করে উপসচিব পর্যায় থেকে সচিব পর্যায় পর্যন্ত মেধার ভিত্তিতে পদন্নোতির দাবীতে মানববন্ধন করেছেন।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)স্থানীয় পৌরপার্কের শহীদ মিনারের সামনে দাড়িয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন করে। মানবন্ধনকারীরা হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচীতে জেলার বিভিন্ন অফিসের ২৫ ক্যাডারের কর্মকর্তারা এতে অংশ নেন।
এসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, গোপালগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ বেনজির আহম্মেদ প্রমূখ বক্তব্য রাখেন।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার বলেন, আমরা কারো প্রতিপক্ষ নয়, কারো বিরুদ্ধে নয়, আমাদের ন্যায়সঙ্গত যে অধিকার সেই অধিকার বাস্তাবায়িত হোক তার পক্ষে আমরা আমাদের অবস্থান।

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ বেনজির আহম্মেদ বলেন, মাঠ প্রশাসন থেকে মন্ত্রনালয় পর্যন্ত যার যার ক্যাডার বা অবস্থান ঠিক থাকবে এটাই আমাদের দাবী।
জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, সরকারের ম্যান্ডেট দেয়া আছে তারা যোগ্য ব্যক্তিদের বাছাই করে এই পদগুলোতে বসাবে।কিন্তু সেখানে সরকারকে ভুল বুঝিয়ে একটা বিশেষ ক্যাডার সেভেনটি ফাইভ পার্সেন্ট তারাই নিয়ে নিচ্ছে। এসময় অন্যান্য কর্মকর্তারা বলেন, শুধুমাত্র একটি ক্যাডারের কর্মকর্তারা সব ধরনের সুযোগ সুবিধা নিবে এটা মোটেও ঠিকনা। বাকী ২৫টি ক্যাডারের কর্মকর্তাদেরকে পদন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অবস্থা চলতে পারেনা। বিশেষ করে উপসচিব থেকে সচিব পর্যায় পর্যন্ত ২৫ ক্যাডারদেরও যাতে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হয় তার দাবী জানান তারা।
Design & Developed By: JM IT SOLUTION