কালের খবরঃ
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সদর উপজেলার উরফি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির গাজী ও নিজড়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি ফায়েকউজ্জামান মীনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে জেলা শহরের কাঁচা বাজার এলাকা ও নিজড়া গ্রামের নিজ বাসা থেকে এদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তাকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন দুই আসামী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় জেলা শহরের কাঁচা বাজার এলাকা থেকে সদর উপজেলার উরফি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির গাজী ও নিজড়া ইউনিয়নের নিজড়া গ্রামের বাড়ি থেকে নিজড়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি ফায়েকউজ্জামান মীনাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তাকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী স্ত্রী, সন্তান ও দলীয় নেতা–কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা গাড়িবহরে হামলা চালায়। এসময় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী নিহত হয়। পরে মহাসড়কের পাশে থেকে দিদারের লাশ উদ্ধার হয়।
এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর নিহত শওকত আলীর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম (সেলিম), সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply