
কালের খবরঃ
টঙ্গীর ইজতেমা ময়দানে মধ্যরাতে পরিকল্পিতভাবে মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ তাবলীগে সাধারণ সাথীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হত্যাকারী খুনী সাদপন্থীদের বিচারের দাবীতে গোপালগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ ইমাম ও মুয়াজ্জিন পরিষদ এ কর্মসূচী পালন করে।শুক্রবার (২০ডিসেম্বর) জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করে। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ভবানীপুর মাদ্রাসার মুফতী আহমাদুল্লাহ, কোর্ট মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান, কলেজ মসজিদের মুফতি মহিবুল্লাহ বক্তব্য রাখেন। পরে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বক্তারা বলেন, টঙ্গী ও কাকরাইলে সাদপন্থীদের কোন প্রবেশাধিকার থাকবে না। অন্যান্য সংগঠনের মত সাদপন্থীদের নিষিদ্ধ করতে হবে।
Design & Developed By: JM IT SOLUTION