
কালের খবরঃ
গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো প্রায় আড়াইশ’ বছরের ঐতিহ্যবাহী বুড়ো মায়ের পুঁজা ও মেলা । বুধবার (১৮ ডিসেম্বর)সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ শহরতলীর রঘুনাথপুর গ্রামে এই পুঁজা ও মেলা অনুষ্ঠিত হয়।প্রতিবছর এই দিনে এই পুজা ও মেলা বসে।
মেলা ও পূজায় হিন্দু-মুসলমান–খ্রিস্টান সকল ধর্ম ও বর্ণের মানুষ অংশ নেন। প্রচলিত রয়েছে মেলায় পুজা চলাকালীন বট বৃক্ষে লাল সুতো বেঁধে মানত করলে বুড়ো মা তার মনোবাসনা পূর্ণ করেন। পুজায় অংশ নিতে জেলা বিভিন্ন স্থান ছাড়া জেলার বাইরের নানা জায়গা থেকে ঢাক-ঢোল বাজিয়ে মেলায় অংশ নেয় পুজারী ভক্তরা।পূঁজা উপলক্ষে বটবৃক্ষ ঘিরে মেলা বসে। মেলায় নাগরদোলা, বিভিন্ন তৈজসপত্রের দোকান, চানাচুর ফুচকা সহ বিভিন্ন খাবারের দোকানও বসে।
Design & Developed By: JM IT SOLUTION