কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।আজ সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা শিল্পকলা একাডেমী চত্বরে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, আলাউদ্দিন তালুকদার বক্তব্য রাখেন।আলোচনা সভা শুরুর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply