কালের খবরঃ
গোপালগঞ্জে পৃথক দুইটি দুর্ঘটনায় এক ট্রাক চালকসহ ২ জন নিহত হয়েছে। আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মগাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া ও গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক খুলনা যাচ্ছিল। এসময় ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে সাজোরে ধাক্কা লাগায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ট্রাকের চালক মো. মাহবুর মোল্যা মারা যান। নিহত মাহবুর মোল্যার বাড়ী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়।
অপরদিকে, গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া এলাকায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন রহমত শেখ (৩০)নামে এক যুবক । পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিচিত্র কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষনা করেন।পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্ত করে পুলিশ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply