
কালের খবরঃ
গোপালগঞ্জে বিএনপির একাংশ জেলা শহরে মোটর শোভাযাত্রা করে শো-ডাউন করেছে।নেতা কর্মীরা মোটর শোভাযাত্রা নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়কে শো-ডাউন করে তাদের অস্তিত্ব জানান দেন।
আজ রবিবার(১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার আড়পাড়া থেকে এই মটর শোভাযাত্রায় নেতৃত্ব দেন। সোভাযাত্রাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গেটপাড়ায় বিএনপির একাংশের অফিসে গিয়ে শেষ হয়।এসময় জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনোসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিরাজুল ইসলাম সিরাজ সাংবাদিকদের বলেন, বিগত সরকার আমলে তারা গোপালগঞ্জে কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।এখন সুযোগ এসেছে সুস্থ রাজনীতি করার। জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে এবং মানুষের জন্য তারা কাজ করতে চান।
উল্লেখ্য, বিগত ২০১৮ সালের সংসদ নির্বচনে তিনি ছিলেন বিএনপির প্রার্থী।আগামীতেও তাকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি গোপালগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন দেবে এমনটি আশা প্রকাশ করেন তিনি।
Design & Developed By: JM IT SOLUTION