
কালের খবরঃ
শহীদ বুদ্ধিজীবী দিবসে গোপালগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।আজ শনিবার সন্ধ্যা ৬টায় সদর উপজেলা পরিষদের পাশে জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত বদ্ধভূমির স্মৃতি স্তম্ভের বেদীতে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ করা হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। এছাড়া কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া. মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় শহীদ মিনারের পাদদেশ মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণ করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION