
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যাটারী চালিত ভ্যানের ধাক্কায় মাহিয়া আক্তার মৌ (৪) নামের এক শিশু নিহত হয়েছে।আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু মাহিয়া আক্তার মৌ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মাসুদ সরদারের মেয়ে।ওসি মো. শফি উদ্দিন খান জানান, জয়নগর বাজারে সড়ক পারাপার হচ্ছিল শিশু মাহিয়া আক্তার মৌ। এসময় ব্যাটারী চালিত একটি ভ্যানের ধাক্কায় মাহিয়া আক্তার মৌ মারাত্মক আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
Design & Developed By: JM IT SOLUTION