কালের খবরঃ
গোপালগঞ্জে কাভার্ট ভ্যান চাপায় মোঃ সাইফুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। তিনি গোপালগঞ্জ পুলিশের ডিএসবিতে এসআই হিসেবে কর্মরতঃ ছিলেন। নিহত সাইফুল ফুরদপুর জেলার সালতা উপজেলার নাকুল হাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর)সোয়া ২টার দিকে গোপালগঞ্জ- টেকেরহাট সড়কের সদর উপজেলার আড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি আড়পাড়ায় ওলামা দলের কর্মি সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি)মীর মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন,সাইফুল আড়পাড়ায় অনুষ্ঠিত ওলামা দলের কর্মি সম্মেলনে দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছেলেন। সম্মেলন স্থলের পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। দুর্ঘটনার সময় তিনি রাস্তা পারাপার হচ্ছিলেন।
এ সময় টেকেরহাটগামী একটি দ্রুতগতির কাভার্ট ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।এসময় কাভার্ট ভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ঘটনাস্থ থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।এ ঘটনার পর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply