
কালের খবরঃ
গোপালগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম-আহবায়ক মাওলানা গোলাম মোস্তাফা এ কর্মি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।আজ শনিবার(১৪ ডিসেম্বর)দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় অনুষ্ঠিত কর্মিসম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।এতে কেন্দ্রীয় ওলামা দলের বেশ কয়েক জন নেতা বক্তব্য রাখেন। গোপালগঞ্জ জেলা ওলামাদল এ কর্মি সম্মেলনের আয়োজন করে।বক্তরা বলেন, গোপালগঞ্জে আমরা ওলামা দলের ১০১ সদস্যের কমিটি গঠন করতে যাচ্ছি। তারা আলেম সমাজের জন্য এখানে কাজ করে যাবেন।বিগত দিনে সরকার আলেম সমাজের ওপর নানা ধরনের নির্যাতন করেছে বলেও মন্তব্য করেন তারা।
Design & Developed By: JM IT SOLUTION