কালের খবরঃ
গোপালগঞ্জে আলাদা দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে। এর মধ্যে সড়ক দূর্ঘটনায় হুসাইন মোল্লা (০৫) নামে এক শিশু ও বিদ্যুতস্পর্শে মোঃ আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ ও ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল সিকদার (১৯) নামে আরো যুবকের মৃত্যু হয়েছে।গত বৃহস্পতিবার রাতে (১২ ডিসেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়ায, মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামে ও টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্প এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মীর সাজেদুর রহমান ও টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশু হুসাইন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়া এলাকার জুয়েল মোল্লার ছেলে ও মোঃ আবুল হোসেনের বাড়ী মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামে এবং নিহত সোহেল টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা ৭ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন শিকদারের ছেলে।
ওসি মির সাজেদুর রহমান জানান, সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়ায় এলাকায় বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল শিশু হুসাইন মোল্লা। এসময় ইঞ্জিনচালিত একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই রাতে মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামের মোঃ আবুল হোসেন নামের এক বৃদ্ধ নিজ বাড়িতে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুতস্পর্শে মারাত্মক আহত হন। পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম জানান, পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্পের পশ্চিম পাশে বৈদ্যুতিক পিলারে ট্রান্সমিটার চুরি করিতে যায় সোহেল সিকদার। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে আসে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০-শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।গতকাল শুক্রবার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply