
কালের খবরঃ
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় ইঞ্জিনচালিত অটো রিক্সার ধাক্কায় পাঁচ বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু গোপীনাথপুর গ্রামের জুয়েল মোল্লার ছেলে।
নিহত শিশুর পিতা জুয়েল মোল্লা জানিয়েছেন, সন্ধ্যায় দিকে বাড়ির পাশে রাস্তা পার হওয়ার জন্য আমার ছেলে দৌড় দেয়। এসময় পিছন দিক থেকে দ্রুত গতির ইঞ্জিনচালিত একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে সড়কের উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। আমরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত বলে জানান।
Design & Developed By: JM IT SOLUTION