টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে তিন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।দিবসটি পালন উপলক্ষে ‘নারী -কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে।পরে উপজেলা পরিষদ হলরুম বজ্রকণ্ঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীর সভাপতিত্বে কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ মজুমদার, সমবায় কর্মকর্তা জাকারিয়া আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।সভা শেষে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী বিভাগে কাকলি রায় এবং শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল অর্জনকারী নারী বিভাগে হোসনেয়ারা পারভীনকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply