মুকসুদপুর প্রতিনিধিঃ
‘দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই ¯শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। আজ সোমবার ( ৯ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মুকসদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রায়হান ইসলাম শোভন, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দীন সেখ, উপজেলা সাব-রেজিষ্টার নাজমীন জাহান, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার জাকিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার শতাব্দী বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছিরু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম প্রমুখ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply