কালের খবরঃ
গোপালগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ অর্জনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আজ রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জেলায় সকল ইউনিয়ন ও পৌর এলাকার জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ অর্জনের জন্য নানা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
পরিকল্পনা অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত জেলার সকল গ্রামে স্বাস্থ্যকর্মী, গ্রাম পুলিশ বাড়ি বাড়ি গিয়ে জন্ম সনদ রেজিষ্ট্রেশন নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন।সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ গোলাম কবির, সিভিল সার্জন মোঃ মাসুদ রানা, ডিডি পরিবার পরিকল্পনা বিভাগ, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ( ভূমি)ইউনিয়ন পরিষদ সচিবসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply