
কালের খবরঃ
৫ আগস্ট বিপ্লবের পর আমাদের হিম্মত অনেক বেড়ে গেছে।যে জাতির সন্তানেরা জালিমের বুলেটের সামনে বুক পেতে দিতে পারে। যে জাতির মায়েরা আবু সাঈদের মত সন্তান গর্ভে ধারন করতে পারে, সেই দেশে লক্ষ আবু সাঈদ বাংলার ঘরে ঘরে আছে।এর পরে বিপ্লব হবে আল্লার জমিনে, আল্লার কোরআনের শাসন কায়েম করার বিপ্লব।এর পর বিপ্লব হবে ইসলামী এলাফত কায়েমের বিপ্লব।সেই বিপ্লবের জন্য দুই হাজার নয়, দুই লক্ষ নয়, দুই কোটি যুবক শাহাদাতের জন্য জমায়েত হবে।
তিনি আজ শনিবার (৭ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলার মাঠে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে মাওলানা মামুনুল হক এ কথা বলেন। উলামা পরিষদ গোপালগঞ্জ আয়োজিত সমাবেশে মক্কা শরীফের সলোতিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিসএ শায়েখ আব্দুর রউফ বিন আব্দুল হাফিজ মাক্কী,ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট এর শায়েখ মাওলানা ড. আহমাদ আলী সিরাজ মাদানীসহ বহু উলামাগণ বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওঃ মুফতি মাহমুদুল হাসান। জেলার সকল মাদ্রাসার অন্তত ১০হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
তিনি রাজনীতি সম্পর্কে বলেন, আমরা কারো কাছ থেকে দায়িত্ব নেই না । আমরা আল্লাহর কাছ থেকে দায়িত্ব প্রাপ্ত।আমরা কেউ রাজনীতি করি আবার কেউ করিনা।রাষ্ট্র ব্যবস্থায় যদি কোন অসংগতি দেখবো তখন কোরআনের দৃষ্টিতে, সুন্নাতের দৃষ্টিতে আমরা যখন কোন আপত্তিকর বিষয় দেখবো তখন আমাদের জীবন থাকবে কি থাকবেনা তা পরোয়া করার সময় আমাদের থাকবেনা।আমরা সে বিষয়ে কথা বলবোই।

গোপালগঞ্জের মাটি রানৈতিক ভাবে কোন পরিবেশে আমাদের জানা আছে আমাদের।আপনারা যারা মাহমুদুল হক বলেন,আওয়ামী লীগের যারা আছেন তারা সব সময় আমাদের প্রতিপক্ষ ভাববেননা। আপনাদের একটি উপদেশ দিয়ে যাই, কল্যাণকামী করে যাই, সেটা হলো আপনাদের অনেক ভুল আছে। ভুলত্রুটি সবার থাকে। আমাদের ও ভুল আছে।আপনাদের সবচেয়ে বড় ভুল সেই ভুলটি বিগত পঞ্চাশ বছর ধরে আপনারা করে আসছেন।আসাকরি এইবার হোচট খাওয়ার পর একটু হুস আপনাদের ফিরবে।সেই ভুলটি সংশোধন করার চেষ্টা করবেন। সেটা হলো আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারেন না।আগামীতে আবারও আপনারা রাজনৈতিতে পুর্নবাসিত হবেন।তাহলে এই ভুলটা সংশোধন করে আসবেন
।আর যদি না আসেন তাহলে আপনাদের সাথে আমাদের যুদ্ধ বন্ধ হবেনা। আপনারা মারবেন আর আমরা মরবো।কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবেন না।জেল খানায় ভরবেন আপনার জেলখানা ভরে যাবে, আমাদের সংখ্যা শেষ হবেনা।আমাদের প্রতিফোটা রক্ত থেকে নতুন মর্দে মুজাহিদ জন্ম নিবে।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরো বলেন, আওয়ামী লীগের দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যেও সংক্রামিত হয়েছে।রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে। আমরা বাংলাদেশে ভারটিয়া হিসেবে থাকিনা।হুজুরদেরকে ভারাটিয়া মনে করবেন না।আলেমদের দিকে কেউ করুনার দৃষ্টি দিয়ে তাকাবেন না।ভাইয়ের দৃষ্টি দিয়ে তাকাবেন।হাতে হাত মিলাবেন।কিন্তু প্রভূত্য ফলাতে আসলে চোখ উপড়ে ফেলাবো আমরা।
তিনি ভারত সম্পর্কে বলেন, ১৯৭২ সাল থেকে এই ২০২৪ সাল পর্যন্ত ভারত তার সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে, ভারত তার সংববিধানের মূল নীতিগুলো আমাদের বাংলাদেশে সংবিধানের উপর চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে সে তার সেবাদাসে পরিনত করতে চায়।ভারতের সংবিধান থেকে পাচারকৃত ভারতীয় মাল ধর্মনিরপেক্ষতা নামক মতবাদ দিল্লির ওপারে ট্রেসফার করতে হবে।বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে অন্যের উপর আস্তা রেখে বিশ্বাস ও ইমামের ধারা ফিরিয়ে আনতে হবে।
Design & Developed By: JM IT SOLUTION